বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস নীল আলোয় আলোকিত
০২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিনটি উদযাপন ও এই প্রক্রিয়ার সাথে সংহতি প্রকাশ করে ০১ এপ্রিল ২০২২ রাতে নীল আলোতে আলোকিত হলো বাংলাদেশ দুতাবাস, ইয়াঙ্গুন-এর চ্যান্সেরি ভবন। অটিজম সচেতনতা ও অটিজম আক্রান্তদের জন্য সহানুভুতি ছড়িয়ে দিতে প্রতি বছর দিবসটি পালন করা হয়। কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
World Autism Awareness Day is celebrated on the 2nd of April every year. To express solidarity and in observance of World Autism Awareness Day 2022, Bangladesh Embassy, Yangon illuminated the Chancery with blue light. World Autism Awareness Day (WAAD) is observed to spread kindness and autism awareness. This year the day is being observed with the theme ‘Inclusion in the Workplace’.